স্পেস কম্পিউটার বাজারে আনল উন্নত প্রযুক্তি পন্য
দেশের বাজারে বিভিন্ন উন্নতমানের প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে স্পেস কম্পিউটার। চলুন দেখে নেয়া যাক সেসব প্রযুক্তি পণ্যের কয়েকটি:
লেনেভো লিজিয়ন পিসি
গেমারদের জন্যে স্পেস কম্পিউটার বাজারে নিয়ে এলো লেনোভো লিজিয়ন ওয়াই৭২০ টাওয়ার। এতে রয়েছে ইন্টেলের অত্যাধুনিক প্রসেসর। যার ফলে খুব সহজেই গেমাররা স্ট্রিমিং ভিডিও, অডিও, এবং আরো অনেক সুবিধা পাবেন।
এসি৫৪০০ ওয়্যারলেস রাউটার
স্পেস কম্পিউটার উন্নত ওয়্যারলেস গিগাবােইট রাউটার নিয়ে এসেছে। আর্চার সি৫৪০০ ব্যবহারের মাধ্যমে আপনার ওয়াই-ফাইকে আরো দ্রুতগতি সম্পন্ন করতে পারবেন। এর ফোর স্ট্রিম টেকনোলজি আপনার রাউটারকে সর্বোচ্চ গতি দিবে।