নেইমার বলছেন এখনো মাত্র ৮০ ভাগ প্রস্তুত তিনি
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেইমারের প্রস্তুতিটা ভালোই হয়েছে। পায়ের পাতার চোটে তিন মাসের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। আর ফিরলেন যখন, ফেরার মতোই ফিরলেন। এত দিনেও পায়ের ছন্দে কোনো মরিচা ধরেনি, প্রথম ম্যাচেই তিন ডিফেন্ডারের ফাঁক গলে চোখ জুড়ানো এক গোল নেইমারের। এর আগে পরেও দুর্দান্ত খেলেছেন নেইমার। কিন্তু এমন এক ম্যাচের পরেও নিজেকে শতভাগ প্রস্তুত বলতে রাজি নন এই ফরোয়ার্ড।